বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফাইজারের এক কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

  •    
  • ৩১ জানুয়ারি, ২০২২ ২৩:৩৭

‘যুক্তরাষ্ট্র অনুদান হিসেবে বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরো এক কোটি ডোজ টিকা দিচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়াল ৩ কোটি ৮০ লাখ। পাশাপাশি আরো লাখ লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে।’

বাংলাদেশকে আরও এক কোটি ডোজ ফাইজারের কোভিড টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের মোট কোভিড-১৯ টিকার পরিমাণ দাঁড়ালো তিন কোটি আশি লাখ ডোজ। এর বাইরে ভবিষ্যতে আরও টিকা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ বলেন, অনুদান হিসেবে টিকা পাঠানোর পাশাপাশি কোভিড মোকাবিলায় বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। কোভিড সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকে সহযোগিতা দেয়ার মাত্রা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে সাত হাজার স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়া ও ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ফেসবুক পেজে দেয়া পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরো এক কোটি ডোজ টিকা অনুদান দিচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়াল ৩ কোটি ৮০ লাখ। পাশাপাশি আরো লাখ লাখ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে।

সম্প্রতি এই টিকা অনুদানের ফলে বাংলাদেশের জন্য শিক্ষার্থী এবং যারা এখনও টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছে তাদের কাছে টিকা পৌঁছে দেয়া সহজ হবে। তাছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে।

এ বিভাগের আরো খবর