রাজধানীর শাহবাগের ফুট ওভারব্রিজের ওপর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় ফুট ওভারব্রিজের ওপর থেকে অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবাইন ফেরদৌস জানান, শাহবাগে বারডেম হাসপাতালের সামনে ফুট ওভারব্রিজের ওপর বৃদ্ধার মরদেহ পড়ে আছে বলে পথচারীরা খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আশপাশের লোকদের মুখে জানা গেছে, এই বৃদ্ধা শাহবাগ এলাকাতেই ভবঘুরে হিসেবে থাকতেন। তার পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।