সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশ ও সাবেক পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে কনডেম সেলে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার নেছার আহমেদ সোমবার রাত সোয়া ১০টার দিকে নিউজবাংলাকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার বিকেলে কক্সবাজার জজ আদালত বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলী ও ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের কপি হাতে না পেলেও গণমাধ্যমের খবর ও কোর্ট পুলিশের কাছ থেকে রায়ের বিষয়টি নিশ্চিত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ দুই আসামিকে কনডেম সেলে পাঠানো হয়।
জেল সুপার নেছার আহমেদ বলেন, ‘আদালতের রায়ের কপি এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। তবুও গণমাধ্যম ও কোর্ট পুলিশের মাধ্যমে রায়ের বিষয় জানতে পেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপ ও লিয়াকতকে কনডেম সেলে রাখা হয়েছে। এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত ছয় আসামির জন্যও নির্ধারিত পোশাকের কাজ চলছে। আর খালাসপ্রাপ্তদের নথি হাতে এলে পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে।’
কক্সবাজার জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল সোমবার সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর ১৫ আসামিকে বিকেল সাড়ে ৫টার দিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।