শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের কেন্দ্রে ভোটের ফল ঘোষণার পর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও প্রিসাইডিং কর্মকর্তাদের মোটরসাইকেল ও নির্বাচনি সরঞ্জাম বহনকারী ট্রাক পুড়িয়ে দেয়া হয়েছে।
হামলায় আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন ও কনস্টেবল শরীফুল ইসলাম।
অভিযোগ উঠেছে, পরাজিত প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছেন।
ষষ্ঠ ধাপের ইউপির ভোট শেষে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চিকন্দি ইউনিয়নের বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইমাম হোসেন এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইভিএমে ভোট নেয়া হয়েছে। ভোট শেষে ফলের প্রিন্ট কপি প্রার্থীদের এজেন্টের কাছে দেয়া হয়। ফল ঘোষণাও করা হয়।
‘সঙ্গে সঙ্গে একদল দুর্বৃত্ত ভোটকেন্দ্র লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। তারা ৪টি মোটরসাইকেল ও একটি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ও নির্বাচনি দায়িত্ব পালন করা কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার জন্য পুলিশকে গুলি ছোড়ার নির্দেশ দিই। পরে বিজিবি ও র্যাব সদস্যরা আমাদের উদ্ধার করেন।’
তিনি জানান, পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে ২টি পুলিশের ও ২টি দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘চিকন্দি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী হাফিজ উদ্দিনের সমর্থকরা হামলা চালিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকে হাফিজ উদ্দিন পলাতক। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’