গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে পিকনিকের আয়োজনে চুলা থেকে লাগা আগুনে দগ্ধ হয় ৮ বছরের মাকতুমা আক্তার। ৮ দিন ধরে চিকিৎসা দিয়েও বাঁচানো গেল না তাকে।
রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোমবার সকালে মারা যায় শিশুটি।
শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাকতুমা মনিরুজ্জামান মানিক ও সূচনা আক্তার দম্পতির তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। পঞ্চম ধাপের ইউপির ভোটে মানিক ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে পরিবারটি ছিল আনন্দে। তা ফিকে হয়ে যায় গত ২৩ জানুয়ারি।
চাচা তাজমুল হক জানান, তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে মাকতুমাদের বাড়ি। গত ২৩ জানুয়ারি বাড়ির পাশে আশপাশের শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করা পিকনিকে বেশ মজা করছিল সে। অসাবধানতাবশত চুলা থেকে আগুন লাগে তার পোশাকে।
তখনই তাকে নেয়া হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে পাঠানো হয় রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। সেখানেই সোমবার সকালে মৃত্যু হয় মাকতুমার।