সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) দেশের বিভিন্ন স্থানে আরও ১০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট খুলেছে।
সোমবার ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এই আউটলেটগুলোর উদ্বোধন করেন বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আউটলেট ১০টি হচ্ছে-কুমিল্লার অলির বাজার ও প্রজাপতি বাজার, নরসিংদীর নরজার বাড়ী বাজার, চাঁদপুরের সাহার বাজার, ফরিদপুরের মালীগ্রাম বাজার, ঢাকার বিবির বাজার ও দিয়াবাড়ী বাজার, রাজশাহীর দূর্গাপুর বাজার, লক্ষ্মীপুরের চর বংশী বাজার এবং ভোলার শশীভূষন বাজারে।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম ও আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, সিরাজুল হক ও সামছুল হক, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মশিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।