নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
উপজেলার চকিলাম বিওপির সীমান্ত পিলারের পাশে ভূলকীপাড়া এলাকা থেকে সোমবার ভোর ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৩০ বছরের সিফাতুল ইসলাম সিফাতের বাড়ি উপজেলার চকমহেশ গ্রামে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন ১৪-বিজিবি পত্নীতলার চকিলাম ক্যাম্পের নায়েব সুবাদার গোলাম কবীর।
তিনি জানান, রোববার রাতে সিফাতসহ কয়েকজন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে গরু নিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। পথে বালুরঘাটের শালগ্রাম বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সিফাতকে আটক করে নিয়ে যান তারা।
গোলাম কবীর বলেন, ‘ঘটনা শোনার পর বেলা ১১টার দিকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে শালগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।’