গোপালগঞ্জে কৃষক হত্যায় দুজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন সোমবার দুপুরে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শহিদুজ্জামান খান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের ইকবাল সিকদার ও সেলিম সিকদার।
যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে দত্তডাঙ্গা গ্রামের সাকায়েত সিকদার, মো. মুরছালিন, ইনামুল সিকদার, আজিজুল সিকদার ও ওসমান মুন্সী এবং নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার রায়পাশা গ্রামের পলাশ শেখকে।
দণ্ডিতদের মধ্যে ইকবাল, মুরছালিন ও ইনামুল পলাতক।
মামলার এজাহারে বলা হয়, ২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে পাশের গ্রাম পিঠাবাড়ি থেকে গান শুনে ফিরছিলেন মোসলেম। পথে বিলের মধ্যে জমিজমা সংক্রান্ত কারণে আসামিরা তাকে হত্যা করে লুকিয়ে রাখে। মোসলেমের সঙ্গে থাকা ওসমান সিকদারও এ সময় আহত হয়।
পুলিশ ৩ ডিসেম্বর বিল থেকে মরদেহ উদ্ধার করে। ওইদিনই মোসলেমের ভাই মোহন সরদার হত্যা মামলা করেন।
আইনজীবী শহিদুজ্জামান বলেন, ‘সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক দুজনকে ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি উপস্থিত ছিলেন।’