চট্টগ্রামের সাগরিকায় তেল কারখানায় লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা সোমবার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।’
তিনি বলেন, ‘আমরা সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। যে ডিপোতে আগুন লাগছে, সেটি ছোট হলেও এর আশপাশে আরো ৮ থেকে ১০টি ডিপো ছিল। আগুন নিয়ন্ত্রণে না এলে এসব ডিপোতেও আগুন ছড়ানোর আশঙ্কা ছিল।
‘তাই ফোম ছুড়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে বেশকিছু তেল নষ্ট হতে পারে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির তালিকা বা পরিমাণ জানায়নি।’
কারখানা কর্তৃপক্ষের বরাতে তিনি জানান, সকালে কারখানার কার্যক্রম বন্ধ ছিল। বাহিরে থাকা শ্রমিকরা হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে সবাইকে জানান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল ওয়েল মিলে আগুন লাগে।