চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী ট্রলারের পাঁচজন নিহত হয়েছেন।
বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুন্সি বাড়ি ডাকাতিয়া নদীতে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জেলা বন্দর কর্মকর্তা কায়সারুল আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মোবারক হোসেন, মো. আজমল, নুরুল ইসলাম, আল আমিন ও মো. নাজির। নিহতরা সবাই মাটি কাটার শ্রমিক।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম জানান, রামপুর চর থেকে মাটি বোঝাই একটি ট্রলার সকাল সাড়ে ৭ টার দিকে বাগাদী হয়ে মৈশাদী এলাকায় যাচ্ছিল। পথে বাগাদী মমিনপুর ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়।
এতে ট্রলারে থাকা ১১ শ্রমিক পানিতে পড়ে যান। তাদের মধ্যে সাতজন সাঁতরে তীরে ওঠেন। ফায়ার সার্ভিস কর্মীরা চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় একজনের। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজাহিদুল নিউজবাংলাকে জানান, নিহতদের বাড়ি কুমিল্লা মুরাদ নগর ও তিতাস এলাকায়। এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে এক বাল্কহেড শ্রমিককে।