মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান সংস্থা গালফ এয়ারের ফ্লাইট সূচি পরিবর্তনের জের ধরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করেছেন ওই ফ্লাইটের যাত্রীরা। অবশ্য পরে যাত্রীদের শান্ত করে বিমানবন্দরসংলগ্ন বিভিন্ন হোটেলে পাঠিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নিরাপত্তা দেয়া সংস্থা আর্মড পুলিশ ব্যাটালিয়লের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক জিয়া নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জিয়া বলেন, ‘২৮৬ যাত্রী নিয়ে গালফ এয়ারের একটি ফ্লাইট শারজাহ যাওয়ার কথা ছিল। ফ্লাইটটিতে বাহরাইন ও সৌদি আরবের যাত্রীরাও ছিলেন।
‘কিন্তু কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি এখনও ঢাকায় আসতে পারেনি। এ কারণে তার নির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়। ফলে যাত্রীরা কাউন্টারে থাকা কর্মকর্তাদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। অবশ্য পরে তাদের শান্ত করে বিভিন্ন হোটেলে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
তিনি জানান, ফ্লাইটটি সোমবার সকাল ৯টা নাগাদ ঢাকা ছেড়ে যেতে পারে।