চট্টগ্রামে কারাগারে আসামি অমিত মুহুরী হত্যার ঘটনায় মামলার একমাত্র আসামি রিপন নাথের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আগামী ১৫ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে রোববার দুপুরে এ অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর শুরু হলো এই মামলার বিচারকাজ।
অভিযোগ গঠনের সময় আদালতে ছিলেন আসামি রিপন নাথ।
নিউজবাংলাকে তথ্যগুলো নিশ্চিত করেছেন নগর পুলিশের প্রসিকিউশন শাখার উপপরিদর্শক আবছার উদ্দিন রুবেল।
এ মামলায় ২০২০ সালের ২৫ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ।
তাতে বলা হয়, ২০১৯ সালের ২৯ মে রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে রিপন নাথের ইটের আঘাতে গুরুতর আহত হন অমিত মুহুরী। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় রিপন নাথকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ।পরে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন রিপন।
জবানবন্দির বরাতে সে সময় পুলিশ জানায়, ঘুমানোর আগে অমিত মুহুরী রিপনকে সিগারেট খেতে বারণ করেন। তাকে পায়ের কাছে ঘুমাতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তার কাছে জিন আছে বলে রিপনকে ভয় দেখান অমিত। জিনের ভয়েই অমিতের দিকে ইট ছোড়েন বলে জানান রিপন। চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার এলাকার রানীর দীঘি এলাকায় ২০১৭ সালে বন্ধু মো. ইমরানকে খুন করার অভিযোগ ওঠে অমিত মুহুরীর ওপর। হত্যার পর ড্রামে ভরে দীঘিতে ফেলে গুম করা হয় মরদেহ। এ ঘটনায় মামলা হলে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় অমিতকে।
রিপন নাথ পাহাড়তলী থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে আগে থেকেই কারাগারে বন্দি ছিলেন।