বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘হলের গণরুমকে জাদুঘরে পাঠানোর নেতা খুঁজছে ঢাবি ছাত্রলীগ’

  •    
  • ২৯ জানুয়ারি, ২০২২ ১৮:৫৬

সনজিত চন্দ্র বলেন, ‘আবাসিক হলগুলোর ক্যান্টিনের খাবার মানের যারা উন্নয়ন করবেন, গণরুমকে যারা জাদুঘরে পাঠাবেন, এমন ছাত্রনেতাদেরই হল শাখা ছাত্রলীগের নেতৃত্বে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোয় ছাত্রলীগের কমিটির জন্য এমন নেতা খোঁজা হচ্ছে যারা ‘গণরুম’ সংস্কৃতিকে জাদুঘরে পাঠাতে পারবেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস শনিবার দুপুরে ঢাবির ১৮টি হল শাখা ছাত্রলীগের সমন্বিত সম্মেলন উপলক্ষে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সনজিত চন্দ্র বলেন, ‘আবাসিক হলগুলোর ক্যান্টিনের খাবার মানের যারা উন্নয়ন করবেন, গণরুমকে যারা জাদুঘরে পাঠাবেন, এমন ছাত্রনেতাদেরই হল শাখা ছাত্রলীগের নেতৃত্বে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’

তিনি বলেন, ‘যাদের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে, যারা অনৈতিক কার্যক্রম এবং শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত তাদের অবশ্যই আমরা নেতৃত্বে আনব না।’

সংবাদ সম্মেলনে হল শাখা ছাত্রলীগের নেতা বাছাইয়ে আরও কিছু বিষয়ের কথা উল্লেখ করেন সনজিত চন্দ্র দাস। তিনি বলেন, ‘যারা ছাত্রলীগ এবং দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপসহীন, হলের সবাইকে আপন ভাই এবং বোন মনে করে নেতৃত্ব দিতে পারবেন, সামনের জাতীয় নির্বাচনে সব চ্যালেঞ্জকে যারা মোকাবিলা করতে প্রস্তুত, এ ধরনের নেতৃত্বই হলগুলোয় আসবে।’

সম্মেলনের কতদিনের মধ্যে হল কমিটি ঘোষণা করা হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি বলেন, ‘আমরা ৩০ জানুয়ারি সম্মেলন করার পর যত দ্রুত সম্ভব কমিটি ঘোষণা করে দেব। হয়তো দু-তিন দিন বা এক সপ্তাহ লাগতে পারে৷

‘আমাদের ছোট ভাইবোনরা প্রায় পাঁচ বছর ধরে অনেক কষ্ট করেছে। আমরা তাদের কষ্ট বুঝি। তাই দ্রুতই হল কমিটি দিয়ে দেব। এর মাধ্যমে আমাদের ছাত্রলীগ দ্রুত সাংগঠনিকভাবে সংগঠিত হবে।’

নেতা নির্বাচনে কী নীতি মানা হবে- এমন প্রশ্নে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা ইতোমধ্যেই ১৮টি হলে কর্মিসভা করেছি। সেখানে কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে যেসব নেতার অবস্থান রয়েছে, তাদের বিষয়ে আমরা সাংগঠনিক কোরামে আলোচনা করেই চূড়ান্ত নেতা নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করব।’

‘যারা ছাত্র আন্দোলন পরিচালনা করতে পারবেন, পলিটিক্যাল ক্যারিয়ারের চেয়ে অ্যাকাডেমিক ক্যারিয়ারকে প্রাধান্য দিয়ে যারা রাজনীতি বিনির্মাণ করতে পারবেন, তাদেরকে কেন্দ্র করে আমরা আগামী দিনের হল ছাত্রলীগের নতুন নেতৃত্বকে ঢেলে সাজাতে চাই।’

সাদ্দাম বলেন, ‘ন্যূনতম অর্থেও যাদের নেতিবাচক রেকর্ড রয়েছে, তাদের সাংগঠনিক কাঠামোয় যেন অন্তর্ভুক্ত না করা যায়, সে ব্যাপারে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সজাগ থাকব।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনক জাহান রাইনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন হল সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন।

এ বিভাগের আরো খবর