দিনের বেলায় সড়কের এক লেন বন্ধ করে সংস্কারকাজ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুরের পর মহাসড়কের উভয় পাশে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের কদমরসুল এলাকা পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটারের এ যানজটের সৃষ্টি হয়।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ যানজট দেখা গেছে।
বারো আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম নিউজবাংলাকে বলেন, ‘সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবুল খায়ের ইউটার্ন থেকে নেভি গেট পর্যন্ত চট্টগ্রামমুখী লেন বন্ধ করে কাজ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বিকেলের দিকে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৪টার দিকে রোড ছেড়ে দেয়া হয়েছে। আশা করছি, দ্রুত যানজট চলে যাবে।’
ফৌজদারহাট এলাকায় যানজটে আটকা পড়া ইমাম হোসাইন বলেন, ‘জরুরি কাজে আমরা ঢাকা যাচ্ছিলাম। কিন্তু প্রায় ৪ ঘণ্টা ধরে একই জায়গায় আটকে আছি। কবে যে জ্যাম ক্লিয়ার হবে বুঝতে পারছি না। শুনেছি রাস্তার সংস্কারকাজের কারণে এটা হয়েছে।’
সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা নিউজবাংলাকে বলেন, ‘সড়ক নষ্ট হলে কাজ তো করতে হবে। না হয় কীভাবে হবে?’
দিনে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণত আমরা শহরে দিনের বেলায় কাজ করি না। কিন্তু শহরের বাইরে দিনেও কাজ করা যায়। আর কাজ করলে একটু যানজট তো হবেই।’