বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চুরি নয়, লাগেজটি বদল হয়েছিল

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২২ ১৯:৫৭

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘রাকিবের লাগেজটি চুরি হয়নি। ভুলে একজন তার লাগেজ রেখে রাকিবেরটা নিয়ে যান।’

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ বেল্ট থেকে রাকিব নামে এক সৌদি প্রবাসীর লাগেজ হারানোর ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজি করে লাগেজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন রাকিব।

এই লাগেজে ছিল সাড়ে ৭ লাখ টাকার চেক।

লাগেজ হারিয়ে রাকিবের কান্নার ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে প্রবাসী বিমানবন্দর কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ করেন।

সাড়ে ৭ লাখ টাকার চেকসহ লাগেজটি শুক্রবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পুলিশ জানায়, চেকসহ লাগেজটি চুরি নয়, আরেক যাত্রীর লাগেজের সঙ্গে বদল হয়েছিল।

রাকিবের বাড়ি নড়াইলের কালিয়া থানায়। তিনি চার বছর পর দেশে ফিরেছেন।

সৌদি প্রবাসী রাকিব বৃহস্পতিবার বেলা ৩টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। পরে লাগেজ বেল্টে তার লাগেজটি আর খুঁজে পাননি তিনি।

লাগেজ হারিয়ে বিমানবন্দরে রাকিব জানান, ১২ থেকে ১৩ বছর ধরে তিনি সৌদি আরবে ছিলেন। ভিসা না থাকায় তাকে দেশে পাঠিয়ে দিয়েছে সে দেশের সরকার। সাড়ে ৭ লাখ টাকার চেক ছিল লাগেজে। তার পুরো সম্বল ওই লাগেজে। টাকা ছাড়াও লাগেজে জামাকাপড় ছিল।

পরে বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন অফিসে যোগাযোগ করেন রাকিব। তার লাগেজটি খুঁজে বের করে এপিবিএন সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় রাকিবের কাছে লাগেজ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘রাকিবের লাগেজটি চুরি হয়নি। ভুলে একজন তার লাগেজ রেখে রাকিবেরটা নিয়ে যান।

‘রাকিবের অভিযোগ পেয়ে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় প্রথমে সিসিটিভি ফুটেজ দেখা হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে ওই ব্যক্তিকে (রাকিবের লাগেজ যিনি নিয়ে যান) ফোন করে বিষয়টি জানানো হয়। ওই ব্যক্তি আজ বেলা আড়াইটার দিকে তার জামাতাকে দিয়ে লাগেজটি বিমানবন্দরে পৌঁছে দেন। আমরা পরে রাকিবের কাছে তার লাগেজটি হস্তান্তর করি।’

এ বিভাগের আরো খবর