বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব‌রিশালে ‘সরঞ্জামসহ বোমা কারিগর’ গ্রেপ্তার

  •    
  • ২৮ জানুয়ারি, ২০২২ ১৩:৩৪

র‍্যাব-৮-এর উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান, বাবুল স্বীকার করেছেন তিনি পেশাদার অস্ত্র কারবারি ও বোমা কারিগর। তার নামে ভোলা সদর ও দৌলতখান থানায় হত্যা, ডাকা‌তি, মাদক, নারী নির্যাতনসহ একাধিক মামলা আছে। অস্ত্র উদ্ধারের পর বরিশাল কোতোয়ালি থানায় বাবুলের নামে আরও একটি মামলা হয়েছে।

বরিশালে অস্ত্র, বোমা, বোমা বানানোর সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

নগরীর লঞ্চঘাট এলাকা থেকে শুক্রবার ভোরে বাবুল হাওলাদার ওরফে বম্ব বাবুলকে গ্রেপ্তার করা হয়।

বাবুলের বাড়ি ভোলা সদর থানার দ‌ক্ষিণ দীঘল‌দি এলাকায়।

র‍্যাব-৮-এর উপপরিচালক জাহাঙ্গীর আলম শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চারটি অ্যামোনিশন, তিনটি তাজা বোমা, ৮০০ গ্রাম গান পাউডার, ২৪‌টি ম‌্যাচ, ৫০‌টি মার্বেল, দুই প‌্যাকেট বিয়া‌রিং বল, ১০‌টি জর্দার কৌটা, ১২‌টি বিস্ফোরক ভ‌র্তি কলম, পাঁচটি লাল টেপ, তিন রঙের পাঁচ মিটার বৈদ্যুতিক তার, দুই কেজি কাচের টুকরা জব্দ করা হয়।

র‍্যাবের কর্মকর্তা আরও জানান, বাবুল স্বীকার করেছেন তিনি পেশাদার অস্ত্র কারবারি ও বোমা কারিগর। তার নামে ভোলা সদর ও দৌলতখান থানায় হত‌্যা, ডাকা‌তি, মাদক, নারী নির্যাতনসহ একাধিক মামলা আছে।

অস্ত্র উদ্ধারের পর বরিশাল কোতোয়ালি থানায় বাবুলের নামে আরও একটি মামলা হয়েছে। থানায় হস্তান্তরের পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো খবর