বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দাফনের টাকা বাড়ল অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর

  •    
  • ২৭ জানুয়ারি, ২০২২ ১৯:০৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩২তম সভার সিদ্ধান্ত ও অর্থ বিভাগের সম্মতি অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার টাকার স্থলে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীর দাফন-অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য বরাদ্দ সরকারি অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে।

প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত কোনো কর্মচারী আগে মারা গেলে তার দাফন-অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে মাথাপিছু বরাদ্দ হতো ১০ হাজার টাকা। এখন একই কাজের জন্য বরাদ্দ তিন গুণ বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবিত এমন উদ্যোগে বাড়তি অর্থ ব্যয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এরপর শুরু হয় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের পালা।

এ লক্ষ্যে বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাঈমা হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩২তম সভার সিদ্ধান্ত ও অর্থ বিভাগের সম্মতি অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান ১০ হাজার টাকার স্থলে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো।

এই অনুদানের ব্যয়ভার বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের অনুকূলে বরাদ্দকৃত প্রচলিত বাজেট কোভ থেকে নির্বাচন করা হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আদেশের অনুলিপি বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় ঢাকা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব, কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালকসহ দায়িত্বশীল সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর