বিএনপির তৈরি র্যাব এখন বিতর্কিত কাজ করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও অপারেশন উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন।
জাফরুল্লাহ বলেন, ‘র্যাব তৈরি করেছিল বিএনপি কিন্তু তারা বিতর্কিত কাজ করেছে। তারা ইয়াবা দিয়ে ধরে নিয়ে যায়। এ জন্য যদি একজনকে ধরে নিয়ে গিয়ে গুম করা হয়, তা হলে কেমনে হবে। র্যাব বর্তমানে খুব বিতর্কিত হয়ে গেছে।’
বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পের ব্যাপারে ডা. জাফরুল্লাহ বলেন, ‘একটা ইউনিয়নে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করেন। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক রয়েছে, কিন্তু ডাক্তার নেই। আমরা গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে কাজ করছি, করোনার অজুহাতে অনেকেই আসেননি। আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে মানুষকে নামমাত্র মূল্যে সেবা দিতে সারা দেশে কাজ করছি।‘
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘সরকার সব সময় ভুল পথে হাঁটে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনা এত দূর পর্যন্ত গড়াত না যদি শিক্ষামন্ত্রী সঠিক সময়ে ভূমিকা পালন করতেন। আন্দোলন শুরু হওয়ার সঙ্গেই শিক্ষামন্ত্রীকে এখানে আসা উচিত ছিল।
সরকার ওই সময় অন্ধ হয়ে যায়। ছাত্র-ছাত্রীদের সহায়তাকারীদের গ্রেপ্তার করা হয়েছে, কাজটি ঠিক হয়নি। আমার টাকা আমি সাহায্য করতেই পারি, আমাকে কি এখন ধরে নিয়ে যাবে।’
জাফরুল্লাহ আরও বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুলিশ ডাকা ঠিক হয়নি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ভূমিকা পালন করতে পারতেন, কিন্তু প্রথমে কেউ এগিয়ে যায়নি। ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান করা উচিত ছিল। অধ্যাপক জাফর ইকবাল যে ভূমিকা নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।
‘একজন ভিসির জন্য সরকার অন্ধ হয়ে জণগণের কথা চিন্তা করে না। মানুষের অনুভূতি বুঝতে চায় না। এইসব ব্যাপারে সরকার ভুল করাতে ঝামেলার সৃষ্টি হয়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক আব্দুল আউয়াল।
চিকিৎসা টিমের নেতৃত্ব দেন গ্রামীণ স্বাস্থ্য পরিচালক ডা. এ কে এম হালিমুর রেজা মিলন।
৩১ জানুয়ারি পর্যন্ত সুনামগঞ্জের বিভিন্ন স্থানে ক্যাম্প বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দেবেন।