বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজৈরে উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম

  •    
  • ২৭ জানুয়ারি, ২০২২ ১২:৪৪

ভোটার নিত্যানন্দ হালদার বলেন, ‘এ নির্বাচনে তেমন উত্তাপ নেই। শীতের দিন দেখে সকালে ভোটার উপস্থিতি কম। এ ছাড়া এ উপনির্বাচনে তেমন প্রভাবও নেই প্রার্থীদের। ভোটার যাকে ভোট দিবে, সেই প্রতিনিধি হবে।’

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকালে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে পারে বলে মনে করছেন নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।

নির্বাচনি এলাকায় ৩ প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন।

সকাল সাড়ে ৯টার দিকে বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ আলাদা তিনটি লাইনে ভোটার নেই। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। মাঝে মাঝে দু-তিনজন ভোটার আসছেন।

ওই কেন্দ্রের ভোটার নিত্যানন্দ হালদার বলেন, ‘এ নির্বাচনে তেমন উত্তাপ নেই। শীতের দিন দেখে সকালে ভোটার উপস্থিতি কম। এ ছাড়া এ উপনির্বাচনে তেমন প্রভাবও নেই প্রার্থীদের। ভোটার যাকে ভোট দিবে, সেই প্রতিনিধি হবে।’

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ জুলাই মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব মিয়ার মৃত্যুতে এ পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও গত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী হাজি মহসীন মিয়া।

রাজৈর উপজেলা পরিষদ উপনির্বাচনে মোট ৬৪টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে। ভোটার ১ লাখ ৮৪ হাজার ২১০ জন।

এ বিভাগের আরো খবর