বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বসেরা স্থাপত্য পুরস্কার পেল সাতক্ষীরার হাসপাতাল

  •    
  • ২৭ জানুয়ারি, ২০২২ ০১:৩৭

হাসপাতাল সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস ইন্টারন্যাশনাল প্রাইজ নামের আন্তর্জাতিক পুরস্কার জিতেছে শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতালটি। প্রতিযোগিতায় অংশ নেয়া ১১ দেশের ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে এই ফ্রেন্ডশিপ হাসপাতালটি প্রথম স্থান অর্জন করেছে।

বিশ্বের সেরা স্থাপত্যের পুরস্কার জিতে নিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামের ফ্রেন্ডশিপ হাসপাতাল।

দেশের উপকূলের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চিকিৎসাসেবা দিতে নির্মিত হাসপাতাল ভবনটি বিশ্ব বিখ্যাত স্থপতি ডেভিড চিপারফিল্ডের তৈরি বার্লিন গ্যালারি ও ডেনমার্কের উইলকিনসন আইরির তৈরি ফুটওভারব্রিজকে পেছনে ফেলে এ পুরস্কার জিতে নেয়।

চিকিৎসাসেবা, স্থাপত্য সৌন্দর্য্য ও সামাজিকভাবে বিশেষ অবদান রাখার জন্য রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) এর প্রথম পুরস্কার পেয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামের এ হাসপাতাল।

মনোরম পরিবেশে স্বল্প খরচে চিকিৎসা সেবা দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে সাতক্ষীরার হাসপাতালটি। সেখানে চিকিৎসাসেবা পেয়ে খুশি স্থানীয়রা।

হাসপাতাল সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস ইন্টারন্যাশনাল প্রাইজ নামের আন্তর্জাতিক পুরস্কার জিতেছে শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতালটি। প্রতিযোগিতায় অংশ নেয়া ১১ দেশের ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে এ হাসপাতাল প্রথম স্থান অর্জন করে।

দৃষ্টিনন্দন হাসপাতালটির বিশেষ বৈশিষ্ট্য হলো নিচ দিয়ে বয়ে চলা পানির প্রবাহ। এতে রয়েছে বৃষ্টির পানি ধরে রাখার বিশেষ ব্যবস্থা। স্বল্প খরচে স্বাস্থ্যসেবা ও দৃষ্টিনন্দন সৌন্দর্য্যের জন্য ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে হাসপাতালটি।

শ্যামনগর উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে সোয়ালিয়া গ্রামে ১৪ কোটি টাকা ব্যয়ে দুই একর জায়গায় নির্মাণ হয়েছে ফ্রেন্ডশিপ হাসপাতাল। নিপুণ নির্মাণশৈলিতে ৪৭ হাজার ৭৭২ বর্গফুট জায়গায় গড়ে তোলা হয়েছে ২০টি ভবন বিশিষ্ট এ স্থাপনা।

কাসেফ মাহবুব চৌধুরী হাসপাতালটির নকশা করেছেন। ২০১৮ সালের মধ্যভাগে শুরু হয় হাসপাতালে চিকিৎসাসেবার কার্যক্রম। সব ধরনের রোগীই দেখা হয় হাসপাতালে। এতে রয়েছে সার্জারির ব্যবস্থা। রোগীদের ভিড় বাড়তে শুরু করেছে ৮০ শয্যার হাসপাতালটিতে।

এতে চিকিৎসা নিতে আসা কালিগঞ্জের আব্দুল আলিম জানান, তিনি তার স্ত্রীকে নিয়ে গাইনি বিশেষজ্ঞের কাছে এসেছেন। স্বল্প খরচে মনোরম পরিবেশে চিকিৎসাসেবা পেয়ে তিনি খুব খুশি।

আশাশুনির হাফিজুর রহমান জানান, চোখের চিকিৎসা নিতে এসে তিনি স্থাপত্য সৌন্দর্য্য দেখে অভিভূত।

হাসপাতালটির ব্যবস্থাপনা কর্মকর্তা পলাশ বারুই বলেন, ‘আমাদের কাছে সব ধরনের রোগী আসে। আউটডোরে ৬ জন চিকিৎসক বসেন। এ ছাড়া তিনজন কনসালট্যান্ট বসেন। ডেন্টাল, আই, ফিজিওথেরাপি ও জেনারেল ফিজিশিয়ান বসেন। ইনডোরে রোগী ভর্তিও থাকে। আমাদের এখানে ২৪ ঘণ্টাই ইমার্জেন্সি চালু থাকে। সপ্তাহের সবদিন আউটডোরে রোগী দেখা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা সেবা দিয়ে থাকেন।’

দুই বছর পরপর বিশ্বের সেরা স্থাপনার পুরস্কার দেয় যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা)।

এ প্রসঙ্গে ফ্রেন্ডশিপ হাসপাতালের রক্ষণাবেক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান-উল-হক রতন বলেন, ‘হাসপাতালটি রিবা প্রথম পুরস্কার পেয়েছে মূলত উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সাদৃশ্য রেখে ডিজাইন তৈরি করার জন্য। যিনি তৈরি করেছেন, কাসেফ মাহবুব চৌধুরী, তিনি আগেও গাইবান্ধায় একই রকম হাসপাতালের জন্য আগা খান অ্যাওয়ার্ড পেয়েছিলেন।’

হাসপাতালের স্থাপত্যকলা নিয়ে তিনি জানান, হাসপাতালকে দুই ভাগে ভাগ করা হয়েছে দুটি খাল দিয়ে। এ ছাড়া সবখানে পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে। গরমকালে তেমন গরম লাগে না। স্থানীয় সামগ্রী দিয়ে হাসপাতাল নির্মাণ করা হয়েছে; শ্রমিকও স্থানীয়। এসব বিবেচনায় সেরা রিবা অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিভাগের আরো খবর