কক্সবাজার বিমানবন্দরে অতিরিক্ত কার্গো বহনের তথ্য গোপন করে অর্থ আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ।
ওই দুই কর্মকর্তা হলেন সহকারী ব্যবস্থাপক নকিবুর সাত্তার ও নির্বাহী কিশোর কুমার দাস।
নকিবুর সাত্তার বুধবার সকালে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার বিমানবন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসে কার্গো পরিবহনের নিয়ম হচ্ছে ২০ কেজি করে। তবে এই দুই কর্মকর্তা টাকার বিনিময়ে নিয়মের চেয়ে বেশি পণ্য বহনের সুযোগ দিতেন। তারা এই তথ্য মালিকপক্ষের কাছে গোপন রেখেছিলেন।
পরে অভিযোগের সত্যতা পেয়ে ইউএস-বাংলা কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে তাদের বরখাস্ত করে।
অভিযোগের বিষয়ে নকিবুর জানান, গত সেপ্টেম্বরে কিশোর অর্থের বিনিময়ে অতিরিক্ত পণ্য বহনের সুযোগ দিয়েছিলেন। তবে সে সময় দায়িত্বে ছিলেন নকিবুর। তাই তার দায় না থাকলেও তাকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য কিশোরের অফিশিয়াল ও ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দেয়া হলেও তিনি ধরেননি।