সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দেশের কয়েকটি জেলায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
চট্টগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, রাজবাড়ীতে মঙ্গলবার কর্মসূচি পালন করা হয়। এতে শাবি শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে উপাচার্যের পদত্যাগ চেয়েছেন মানববন্ধনকারীরা। এছাড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
উপাচার্যকে পদত্যাগের আহবান চবি শিক্ষকের
শাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও তাদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের তৃতীয় তলায় মঙ্গলবার বেলা ১টার দিকে প্ল্যাকার্ড হাতে দাঁড়ান সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইদুল ইসলাম।
প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ভিসি ফরিদ উদ্দিন- শিক্ষার্থীদের জীবনের চেয়ে আপনার গদি বড় নয়, ক্ষমতার মসনদকে লাথি মারতে পারলে শিক্ষক তারে কয়। এখনি পদত্যাগ করুন।’
এ সময় নিউজবাংলাকে তিনি বলেন, ‘ভিসি ফরিদ যেটা করল, সেটা শিক্ষক হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমাদের মত শিক্ষকদের কীভাবে আসলে সাহস হয় নিজের শিক্ষার্থীদের পুলিশ কিংবা সরকারদলীয় ছাত্র সংগঠন দিয়ে পেটানোর। এটা ঔদ্ধত্য ও একপ্রকার ক্রিমিনাল অফেন্স। আইনগতভাবেও এটা একটা ফৌজদারি অপরাধ; যা তিনি করতে পারেন না।’
‘যারা শিক্ষার্থীদের পেটাবেন কিংবা পেটানোর আদেশ দেবেন তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দেখতে চাই না। শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয় না; কোনো বিশ্ববিদ্যালয়েই দেখতে চাই না।’
জয়পুরহাট, নওগাঁয় ছাত্রদলের প্রতীকী অনশন
শাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, ভিসির অপসারণ এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনশন করেছে জয়পুরহাট জেলা ছাত্রদল।
শহরের রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে মঙ্গলবার সকাল ১০টার দিকে এই কর্মসূচি পালন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে এই অমানবিক ভিসির পদত্যাগ দাবি করছি। যতদিন পর্যন্ত ভিসি পদত্যাগ না করবে, ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।’
নওগাঁয় একই দাবিতে প্রতীকী অনশন পালন করেছে জেলা ছাত্রদল। শহরের মুক্তির মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার সকাল ৯টা থেকে অনশন শুরু করেন দলটির নেতা-কর্মীরা। অনশন কর্মসূচি চলে দুপুর ২টা পর্যন্ত।
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন বলেন, ‘শাবি শিক্ষার্থীদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এই অমানবিক ভিসির অব্যাহতি চাই।’
কর্মসূচিতে নেতা-কর্মীরা শাবি শিক্ষার্থীদের ওপর হামলার ন্যায় বিচার, ভিসির অব্যাহতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, হলগুলোতে আবাসন সমস্যার সমাধান, মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপাচার্য পদত্যাগ না পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
প্রতীকী অনশনে জেলা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি জাকারিয়া আলম রোমিও, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আব্দুর কাদের রাসেল ও সাংগঠনিক সম্পাদক অমি সরকারসহ নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
রাজবাড়ীতে জেলা বিএনপির প্রতীকী গণঅনশন
রাজবাড়ী জেলা বিএনপি অফিসের সামনে মঙ্গলবার সকালে প্রতীকী গণঅনশন কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর তিনটা পর্যন্ত।
এই সময় অনশনকারীরা শাবি শির্ক্ষার্থীদের ওপর হামলায় বিচার, উপাচার্যের পদত্যাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানান।
সেখানে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক আতিক মাহমুদ, দেলোয়ার হোসেন, আজাদ, মাহফুজ, লিখন শেখ, সদস্য রিপন শেখ, জামাল হোসেন, এস এম হীরা প্রমুখসহ প্রত্যেক উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।