শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসির পদত্যাগের দাবিতে বগুড়ায় জেলা ছাত্রদলের অনশন কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
শহরের শহীদ খোকন পার্কে মঙ্গলবার দুপুর একটার দিকে জেলা ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এই ঘটনা ঘটে।
এই ধাওয়ার ঘটনায় জেলা ছাত্রদল ও ছাত্রলীগ পাল্টাপাল্টি দোষারোপ করছে।
জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খোকন পার্কে শাবির ভিসির পদত্যাগের দাবিতে সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি চলছিল। দুপুর সোয়া একটার দিকে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে পার্কে ঢুকে ধাওয়া করেন। ওই সময় আমাদের ছেলেরা সেটি প্রতিহত করে।’
আবু হাসান বলেন, ‘আমরা তো শান্তিপূর্ণভাবে অনশন করছিলাম। ওরা কেন ধাওয়া করতে আসল। পরে আমরা আমাদের দলীয় কার্যালয়ে চলে এসেছি। তিনটার দিকে আমাদের অনশন কর্মসূচি শেষ হবে।’
ধাওয়ার বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, ‘আমাদের কয়েকজন নেতাকর্মী খোকন পার্কে চা পান করছিলেন। এমন সময়
তাদের ওপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা।’
তিনি আরও জানান, ‘আমরা সে সময় সাতমাথায় ছিলাম। ঘটনা শোনার পরপরই আমরা সেখানে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি ছাত্রদলের নেতাকর্মীরাই আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে। এ সময় উচ্চপর্যায়ের কয়েকজন ছাত্রদলের নেতা কোমরে রাখা অস্ত্র দেখিয়ে ভয় দেখান।’
ঘটনা নিশ্চিত করে সদর থানার তদন্ত পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, দুপক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা হয়। পরে পরিস্থিতি শান্ত করা হয়।