বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২২ ১৩:৩৭

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে।’

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রেজাউল করিম নামের এই হাজতিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোসেফ খান বলেন, ‘রেজাউল করিম কারাগারে হাজতি হিসেবে ছিলেন। আজ সকালে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। তিনি কী মামলায় হাজতি হিসেবে ছিলেন সেটা জানি না। তার বাবার নাম মৃত হাজি লাল মিয়া। এর বেশি কিছু বলতে পারব না। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইলপত্র ঢামেক মর্গে নিয়ে যাবেন, তখন বিস্তারিত জানা যাবে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে।’

এ বিভাগের আরো খবর