সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে।
উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার রাত ১২টার দিকে জাহিদুর রহমান নামের ওই যুবককে আটক করেন।
জাহিদ একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে প্রহরীর কাজ করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় গেস্ট হাউসে নিরাপত্তাকর্মীর দায়িত্বে আছেন।
আটক জাহিদ গণমাধ্যমের কাছে দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের অধ্যাপক মাজহারুল ইসলাম মজুমদারের জন্য তিনি ফেনসিডিল নিয়ে গিয়েছিলেন। ওই শিক্ষক উপাচার্য ভবনের পাশের গেস্ট হাউসেই অবস্থান করছেন।
জাহিদ বলেন, ‘আমাকে ওই স্যার বলেছেন, তিনি অসুস্থ। তার ওষুধ প্রয়োজন। এরপর একজনের নাম আর মোবাইল নম্বর দিয়ে বলেছেন, উনার কাছ থেকে এটি নিয়ে আসতে।’
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সোমবার থেকে উপাচার্য ভবনের ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না তারা। সোমবার রাতে জাহিদুল ভেতরে প্রবেশ করতে চাইলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে পকেট সার্চ করে ফেনসিডিল পাওয়া যায়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী বলেছেন, ‘জাহিদুর রহমান নামের এক সিকিউরিটি গার্ডকে ফেনসিডিলসহ শিক্ষার্থীরা আটক করে পুলিশের হাতে দিয়েছে। ওই গার্ড জানিয়েছে, সে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের জন্য ফেনসিডিল নিয়ে গিয়েছিল। তবে তিনি আসলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি-না তা খতিয়ে দেখতে হবে।'
জাহিদুরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
তবে যার জন্য ফেনসিডিল নিয়ে যাওয়ার দাবি উঠেছে, সেই অধ্যাপক মাজহারুল ইসলাম মজুমদারের বক্তব্য জানা যায়নি। তার ফোন বন্ধ পাওয়া গেছে।