বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উপাচার্য ভবনে বিদ্যুৎ সংযোগ দিলেন শাবি শিক্ষার্থীরা

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২২ ০১:০৬

আন্দোলনকারী শিক্ষার্থী উমর ফারুক বলেন, ‘উপাচার্য ভবনের সংযোগ বিচ্ছিন্ন করায় কর্মচারীরাও বিদ্যুতবিহীন হয়ে পড়েছিলেন। তাদের বাসায় রোগীরা সমস্যায় পড়েছেন। তাদের অনুরোধে রাতে আমরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছি।’

২৮ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ ফের চালু করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু করেন তারা।

এর আগে রোববার রাত ৮টার দিকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী উমর ফারুক বলেন, ‘উপাচার্যের বাসভবনে বিদ্যুতের যে লাইনটি গিয়েছে সেই একই লাইন থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০-৩৫ জন কর্মচারীর বাসায়ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

‘উপাচার্য ভবনের সংযোগ বিচ্ছিন্ন করায় ওই কর্মচারীরাও বিদ্যুতবিহীন হয়ে পড়েছিলেন। তাদের বাসায় রোগীরা সমস্যায় পড়েছেন জানিয়ে কর্মচারীরা আমাদের কাছে বিদ্যুৎ সংযোগ সচল করে দেয়ার অনুরোধ করেন। তাদের অনুরোধে রাতে আমরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছি।’

উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে গত ১৭ জানুয়ারি থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী।

বাসভবনের সামনে অবস্থানের কারণে গত ১৭ জানুয়ারি থেকেই অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

এ বিভাগের আরো খবর