বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাবিতে আন্দোলনকারীদের বিকাশ অ্যাকাউন্ট ‘ব্লকড’

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২২ ২১:০২

আন্দোলনকারীদের মুখপাত্র সাদিয়া আফরিন নিউজবাংলাকে বলেন, ‘আমাদের আর্থিক লেনদেনের সবগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। এগুলো আমাদের আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র বলে মনে করি। তবে এসব করে আন্দোলন বন্ধ করা যাবে না।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের ৩টি বিকাশ অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ওই অ্যাকাউন্টে খাবার ও আনুষঙ্গিক খরচের জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাঠাতেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের ফেসবুক পেজ থেকে সোমবার এই অভিযোগ তোলা হয়। তাতে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানাচ্ছি, আন্দোলনকারীদের খাবার ও চিকিৎসার জন্য যেসব ভাই-আপুরা অর্থসহায়তা পাঠাচ্ছিলেন সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে। এখন থেকে এসব অ্যাকাউন্টে কেউ টাকা পাঠাবেন না।’

আন্দোলনকারী দুই শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, ইস্টার্ন ব্যাংকের একটি অ্যাকাউন্ট, ৩টি বিকাশ অ্যাকাউন্ট, একটি রকেট ও একটি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থসহায়তা আসছিল। প্রতিদিন লাখ দুয়েক টাকার মতো আসত। তা দিয়ে প্রতিদিন প্রায় ৩ হাজার শিক্ষার্থীর খাবারসহ আন্দোলনের সব খরচ করা হতো।

তাদের অভিযোগ, সোমবার থেকে অ্যাকাউন্টগুলোতে কোনো লেনদেন করা যাচ্ছে না। সব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। তারা প্রাথমিকভাবে বিকাশের কল সেন্টারে যোগাযোগ করলেও কোনো সদুত্তর পাননি।

আন্দোলনকারীদের মুখপাত্র সাদিয়া আফরিন নিউজবাংলাকে বলেন, ‘আমাদের আর্থিক লেনদেনের সব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। এগুলো আমাদের আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র বলে মনে করি। তবে এসব করে আন্দোলন বন্ধ করা যাবে না।’

এ ব্যাপারে বিকাশ সিলেটের ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন বলেন, ‘অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে আমি কিছু জানি না। তবে বিকাশে লেনদেনের কিছু নিয়ম আছে। ব্যক্তিগত অ্যাকাউন্টে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ও ব্যবসয়িক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। এর বেশি হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।’

এ ব্যাপারে কিছু জানা নেই বলে দাবি করেছেন বিকাশের বিভাগীয় বিপণন কর্মকর্তা এহসান আহমদ।

তিনি বলেন, ‘কোনো নাম্বারের লেনদেনের ব্যাপারে কেউ অভিযোগ করলে আমরা কিছুক্ষণের জন্য ওই নাম্বারটি বন্ধ রাখি। তবে শাবির কারও নাম্বার বন্ধ রাখা হয়েছে কি না আমার জানা নেই।’

বিকাশের হেড অফ করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিমও নিউজবাংলাকে জানান, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি।

এ বিভাগের আরো খবর