বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পূর্ণাঙ্গ রায়: শিক্ষককে সাময়িক বরখাস্ত ছয় মাসের বেশি নয়

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২২ ২০:০৭

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। তা না হলে বরখাস্তের আদেশ বাতিল বলে গণ্য হবে।

দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আসলে তা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ নিয়ে পূর্ণাঙ্গ রায় সোমবার হাইকোর্ট থেকে প্রকাশ হয়েছে।

১৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। তা না হলে বরখাস্তের আদেশ বাতিল বলে গণ্য হবে।

এ বিষয়ে চিঠি ইস্যু করে সব বোর্ডকে পরিপত্র জারি করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বেসরকারি শিক্ষকদের চাকরির বিধিতে এই নিয়ম যোগ করতে বলা হয়েছে রায়ে।

এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর সংক্ষিপ্ত রায় দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলো।

ওই রায়ে রিটকারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে ৯০ দিনের মধ্যে চাকরিতে পুর্নবহাল করতে বলে আদালত। এছাড়া তার বকেয়া বেতন ভাতা পরিশোধ করতেও নির্দেশ দেয়।

১৪ বছর ধরে সাময়িক বরখাস্ত থাকা মাগুরার স্কুল শিক্ষক বাদশা মিয়ার করা রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দেয় আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির।

পরে আইনজীবী হুমায়ুন কবির জানান, মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেয়ার অভিযোগে ২০০৭ সালে সামরিক বরখাস্ত করা হয়। দীর্ঘদিন এ অভিযোগের নিষ্পত্তি না করায় ২০১৭ সালে বাদশা হাইকোর্টে রিট করেন। পরে আদালত রুল জারি করেন। এই রুল নিষ্পত্তি করে রায় দেয় আদালত।

এ বিভাগের আরো খবর