রাজধানীর বসুন্ধরা এলাকায় ট্রান্সজেন্ডার নারীকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আরজে সাইমা শিকদার নীরার জামিন মেলেনি।
সোমবার ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন।
এর আগে রোববার আরজে নীরাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) হাসান মাসুদ।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
সোমবার নীরার পক্ষে তার আইনজীবী শরিফুল ইসলাম জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘নীরা নির্দোষ। ঘটনার সঙ্গে তিনি মোটেও জড়িত নন। তিনি পরিস্থিতির শিকার।’
আইনজীবী বলেন, ‘নীরা একজন গৃহিণী। তিন মাসের অন্তঃসত্ত্বা। সবকিছু বিবেচনায় নিয়ে তার জামিন প্রার্থনা করছি।’
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে আদেশ দেয়।
আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রনপ কুমার ভক্ত নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২২ জানুয়ারি রাজধানী থেকে নীরাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
ওই ট্রান্সজেন্ডার নারী ২১ জানুয়ারি ভাটারা থানায় যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে ১০ জানুয়ারি বসুন্ধরা এলাকায় অভিযুক্তের বাসায় গিয়েছিলেন ওই ট্রান্সজেন্ডার নারী। পরে সেই বাসায় তাকে যৌন নির্যাতন এবং হত্যার হুমকি দেয়া হয়।