বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২২ ১৬:০৬

রূপগঞ্জ থানার ওসি বলেন, ‘নিহতের মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির পাশে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার তারাবো পৌরসভার মোগড়াকুল কামালনগর এলাকা থেকে সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুদ মিয়া চাঁদপুরের মতলব উপজেলার নাওডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি রাজমিস্ত্রি ছিলেন। রূপগঞ্জের কামালনগরে তার বোনের বাড়িতে থাকতেন।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ।

স্থানীয়দের বরাতে তিনি জানান, মাসুদ কয়েক বছর ধরেই তার বড় বোন আজরিমার বাড়িতে বসবাস করছিলেন। সোমবার সকালে বাড়ির পাশে মাসুদের রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

ওসি বলেন, ‘নিহতের মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

এ বিভাগের আরো খবর