বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঙা পুঁজিবাজারে হঠাৎ উল্টো দৌড়

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২২ ১৫:৩২

গত বছরের শেষ প্রান্তিকে পুঁজিবাজারে ভাটার টান দেখা গেলেও একেবারে শেষ সপ্তাহ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে। নতুন বছরের প্রথম পাঁচ কর্মদিবস টানা সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনেও আসে গতি। এই অবস্থা চালু থাকে তিন সপ্তাহ। ১৫ কর্মদিবসের মধ্যে কেবল দুদিন সূচকের পতন দেখে বিনিয়োগকারীরা। আর নতুন বছরের দ্বিতীয় কর্মদিবসে লেনদেন ১ হাজার কোটি টাকার ঘর ছাড়িয়ে যাওয়ার পর সেটি আর কমেনি। তবে নতুন সপ্তাহের প্রথম দুদিনে ৮৫ পয়েন্ট সূচকের পতনের পাশাপাশি লেনদেন গতি হারানোয় বিনিয়োগকারীদের মনে আবার সংশোধনের শঙ্কা তৈরি হয়েছে।

হঠাৎ উল্টো পথে পুঁজিবাজার। নতুন বছরের শুরু থেকে সূচক ও লেনদেনের যে গতি, সেটি যেন চলতি সপ্তাহের শুরু থেকে ভিন্ন সুর তুলছে। রোববারের পথ ধরে সোমবারও কমেছে সূচক। তবে হাজার কোটি টাকা লেনদেন আস্থার জায়গায় চিড় ধরাতে নারাজ বিশ্লেষকরা।

রোববার পুঁজিবাজারে সূচক কমেছিল ৩২ পয়েন্ট। পরদিন সোমবার কমে আরও বেশি। লেনদেন শুরুর ৮ মিনিটে আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট সূচকের বৃদ্ধি দিনটি শুভক্ষণের আভাস দিয়েছিল। কিন্তু ৮ মিনিট পরই শেয়ার বিক্রির চাপ আসতে থাকে পুঁজিবাজার। শেষ পর্যন্ত ৫৩ পয়েন্ট হারিয়ে শেষ হয় লেনদেন।

চলতি বছর এই প্রথম পরপর দুই দিন সূচক কমল ঢাকা স্টক এক্সচেঞ্জে। গত বছরের শেষ প্রান্তিকে পুঁজিবাজারে ভাটার টান দেখা গেলেও একেবারে শেষ সপ্তাহ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে। নতুন বছরের প্রথম পাঁচ কর্মদিবস টানা সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনেও আসে গতি। এই অবস্থা চালু থাকে তিন সপ্তাহ। ১৫ কর্মদিবসের মধ্যে কেবল দুদিন সূচকের পতন দেখে বিনিয়োগকারীরা। আর নতুন বছরের দ্বিতীয় কর্মদিবসে লেনদেন ১ হাজার কোটি টাকার ঘর ছাড়িয়ে যাওয়ার পর সেটি আর কমেনি।

তবে নতুন সপ্তাহের প্রথম দুই দিনে ৮৫ পয়েন্ট সূচকের পতনের পাশাপাশি লেনদেন গতি হারানোয় বিনিয়োগকারীদের মনে আবার সংশোধনের শঙ্কা তৈরি হয়েছে। বিক্রয়চাপে কেবল ৭১টি কোম্পানি দর বৃদ্ধির তালিকায় নাম তুলতে পেরেছে। বিপরীতে দর হারিয়েছে ২৭০টি কোম্পানি। অপরিবর্তিত ছির ৩৯টির দর।

চলতি বছর প্রথমবারের মতো পর পর দুই দিন দরপতন দেখল পুঁজিবাজার

সূচকের পাশাপাশি পতন হয়েছে লেনদেনেও। হাতবদল হয়েছে ১ হাজার ২১১ কোটি টাকার শেয়ার। আগের দিন লেনদেন ছিল ১ হাজার ৪৮২ কোটি টাকা। এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ২৭১ কোটি টাকা।

প্রধান সব খাতেই ঘটেছে দরপতন। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৯৬ শতাংশ, প্রকৌশল খাতের ৮৮ শতাংশ, সাধারণ বিমা খাতের ৯৫ শতাংশ আর ব্যাংক খাতের ৬৩ শতাংশ কোম্পানির শেয়ারদর কমে গেছে।

পুঁজিবাজারের দর পতনের কারণ সম্পর্কে আবু আহমেদ বলেন, ‘প্রতিদিনই ওমিক্রনের আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারের পক্ষ থেকেও নতুন নতুন নির্দেশনা আসছে। জনসমাগমের বিষয়েও কড়াকড়ি করা হয়েছে। ফলে বিনিয়োগকারীরাও এ বিষয়ে সচেতন। অনেকেই এখন ঘরে বসে লেনদেন করছে। এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়ছে।’

তিনি বলেন, ‘নতুন বছরের শুরুতে লেনদেন হাজার কোটি টাকার ঘরেই হচ্ছে। এটি আশার বিষয়। আর সূচক যে পরিমাণ কমছে তাতে বাজার কারেকশন হচ্ছে, এটি ভালো। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এ মুহূর্তে বাজারে সক্রিয় থাকা জরুরি। তারা সক্রিয় থাকলে কারেকশন হলেও বাজার ঘুরে দাঁড়াবে।’

যেসব কোম্পানির দর পতনে সূচকের পতন

সোমবার সূচক পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিবিধ খাতের বেক্সিমকো লিমিটেডের ১৩ দশমিক ৩৭ পয়েন্ট। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ১৭ শতাংশ।

দরপতনে প্রধান ভূমিকায় ছিল এই ১০ কোম্পানি

সূচক পতনে দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মা, যার শেয়ারদর ২ দশমিক ৯১ শতাংশ কমায় সূচক কমেছে ৬ দশমিক শূন্য ৮ পয়েন্ট।

তৃতীয় অবস্থানে থাকা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর দশমিক ৭৬ শতাংশ কমায় সূচক কমেছে ৫ দশমিক ৭৪ পয়েন্ট।

এ ছাড়া আইসিবি, রবি, যমুনা অয়েল ও বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারদর কমায় সোমবার সূচক কমেছে ১৪ দশমিক ৪৫ পয়েন্ট। ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ারদর দশমিক ৬৩ শতাংশ কমায় সূচক কমেছে ২ দশমিক ১৪ পয়েন্ট, আর তিতাস গ্যাসের ১ দশমিক ৮৩ শতাংশ দর কমায় সূচক কমেছে ১ দশমিক ৮৩ পয়েন্ট।

এদিন ডেল্টা লাইফের শেয়ারদর ৩ দশমিক শূন্য ৯ শতাংশ কমায় সূচক কমেছে ১ দশমিক ৬৩ পয়েন্ট। সব মিলিয়ে এই ১০টি কোম্পানিই সূচক ফেলেছে ৪৫ দশমিক ২৪ পয়েন্ট।

সূচক পতনের দিনে দর বৃদ্ধির মাধ্যমে সূচককে উত্থানের দিকে নেয়ার প্রচেষ্টায় ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিকন ফার্মা, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিলিভার কনজ্যুমার, সোনালী পেপার, কহিনূর কেমিক্যাল, রেকিট বেনকিনজার, রেনাটা, বার্জার পেইন্টস ও হাইডেলবার্গ সিমেন্ট।

এই ১০টি কোম্পানির কারণে সূচকের আরও বড় দরপতন ঠেকানো গেছে

এর মধ্যে বিএটিবিসি একাই সূচকে যোগ করেছে ১১ দশমিক ৪৮ পয়েন্ট। অন্য ৯টি যোগ করেছে ১৮ দশমিক ৯১ পয়েন্ট। সব মিলিয়ে ১০ কোম্পানি যোগ করেছে ৩০ দশমিক ৩৯ পয়েন্ট।

দর বৃদ্ধির শীর্ষ ১০

দর বৃদ্ধি পাওয়া দুটি কোম্পানিই ছিল নতুন তালিকাভুক্ত। এর মধ্যে লেনদেন শুরুর প্রথম দিন বিডি থাই ফুডের শেয়ার দর বেড়েছে সর্বোচ্চ ১০ শতাংশ। দর বৃদ্ধিতে ১০ টাকার শেয়ার পৌছেছে ১১ টাকায়।

দ্বিতীয় অবস্থানে ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স, যার দর বেড়েছে ৯.৬৫ শতাংশ।

গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে। সাত কর্মদিবসে প্রতিদিনই সর্বোচ্চ পরিমাণে বেড়ে ১০ টাকার শেয়ার পৌঁছেছে ১৯ টাকা ৩০ পয়সায়।

আট শতাংশের বেশি শেয়ার দর বেড়েছে এপেক্স ফুটওয়্যারের। কোম্পানিটির শেয়ারদরে যোগ হয়েছে ৮.৭৩ শতাংশ। ন্যাশনাল টি কোম্পানির দর বেড়েছে ৭.৪৩ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা কোহিনূর ক্যামিক্যালের দর বেড়েছে ৬.৯২ শতাংশ।

বুধবার লেনদেনের সেরা ছিল যেসব খাত

আরও দুটি কোম্পানির শেয়ার দর ছয় শতাংশের বেশি বেড়েছে। এর মধ্যে আরামিট সিমেন্টের দর ৬.৫৫ শতাংশ ও সোশ্যাল ইসলামী ব্যাংকের দর ৬.৫৪ শতাংশ বেড়েছে।

পাঁচ শতাংশের বেশি দর বেড়েছে ‍দুটি কোম্পানির। এর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের দর ৫.৯১ শতাংশ ও দেশ গার্মেন্টেসের দর বেড়েছে ৫.৮৯ শতাংশ।

ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ৪.৯২ শতাংশ। ১০৩ টাকা ২০ পয়সার শেয়ার দিন শেষে হয়েছে ১০৮ টাকা ৩০ পয়সা।

দর পতনের ১০ কোম্পানি

একমি পেস্টিসাইডের শেয়ার দর সোমবার সবচেয়ে বেশি শেয়ার দর কমেছে ৭.৩২ শতাংশ। এদিন আরও দুটি কোম্পানির শেয়ার দর সাত শতাংশের বেশি কমেছে। এর মধ্যে আছে যমুনা অয়েল, যার শেয়ার দর কমেছে ৭.২১ শতাংশ ও গোল্ডেনসনের দর কমেছে ৭.১০ শতাংশ।

ফু ওয়াং সিরামিকসের দর কমেছে ৬.৪৩ শতাংশ। ৩ কোটি ৫০ লাখ টাকার ১৮ লাখ ১৬ হাজার ৪৬৭টি শেয়ার হাতবদল হয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের দর ৬.০৪ শতাংশ, জিবিবি পাওয়ারের দর ৬.০২ শতাংশ, ফু ওয়াং ফুডসের দর কমেছে ৫.৮৫ শতাংশ।

দেশবন্ধু পলিমারের দর কমেছে ৫.৮৩ শতাংশ।

এছাড়া কাশেম ইন্ডাস্ট্রিজের দর ৪.৭৭ শতাংশ, অ্যাকটিভ ফাইন কেমিক্যালের দর ৪.৪৯ শতাংশ আর লুবরেফ বাংলাদেশের দর কমেছে ৪.৩৮ শতাংশ।

লেনদেনে সেরা ১০ কোম্পানি

লেনদেনে সবচেয়ে বেশি এগিয়ে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন, যার ১১৩ কোটি ৪৮ লাখ টাকায় ৯১ লাখ ২৬ হাজার ১২৪টি শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডে লেনদেন হয়েছে ৯৮ কোটি ১২ লাখ টাকা। শেয়ার হাতবদল হয়েছে ৬৩ কোটি ৫৭ লাখ ১৫টি।

তৃতীয় অবস্থানে থাকা পাওয়ার গ্রিডে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৭৫ লাখ টাকা, চতুর্থ অবস্থানে থাকা বৃটিশ আমেরিকান ট্যোবাকোয় লেনদেন হয়েছে ৩২ কোটি ৩২ লাখ টাকা।

এছাড়া ফুওয়াং ফুডসে ৩২ কোটি ২৫ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যারে ২৬ কোটি ১৪ লাখ টাকা, এশিয়ান ইন্স্যুরেন্সে ২১ কোটি ৬৮ লাখ টাকা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানিতে ২০ কোটি ৬ লাখ টাকা, ফরচুন সুজে ১৯ কোটি ৪৯ লাখ টাকা, লিনডে বিডিতে ১৮ কোটি ৩৯ লাখ টাকা, এসিআই লিমিটেডে লেনদেন হয়েছে ১৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।

এ বিভাগের আরো খবর