বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যাদের মধ্যে ৩টি গুণ থাকবে তারাই পুলিশে আসবে

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২২ ১৫:১৭

আইজিপি বলেন, ‘যারা পুলিশে আসবে, তাদের মনে রাখতে হবে, এটা পেশা নয়, সেবা। আমরা পুলিশ বাহিনীর জন্য সৎ, দেশপ্রেমিক ও সাহসী লোক খুঁজছি। যাদের মধ্যে এই ৩টি গুণ ও সেবার মনোভাব থাকবে, তারাই পুলিশে আসবে।’

পুলিশের জন্য সৎ, দেশপ্রেমিক ও সাহসী মানুষ খোঁজা হচ্ছে জানিয়ে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, যাদের মধ্যে এ তিন গুণ আছে, তারাই বাহিনীতে আসবে।

পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, ‘পুলিশে বেছে বেছে বেস্ট অব দ্য বেস্টস (সেরাদের মধ্যে সেরা) অফিসারদের নিয়োগ দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘কনস্টেবল ও এসআই নিয়োগের নিয়ম প্রায় ৪০ বছর পর পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে। এসআই নিয়োগ চলছে।

‘নিয়োগ পদ্ধতি অত্যাধুনিক করা হয়েছে। অত্যাধুনিক এই নিয়োগ পদ্ধতির মাধ্যমে আমরা জব মার্কেট থেকে সেরাদের মধ্যে সেরাদের নিয়োগ দিতে সক্ষম হব।’

পুলিশে যোগ দিতে চাওয়া ব্যক্তিদের উদ্দেশে আইজিপি বলেন, ‘যারা পুলিশে আসবে, তাদের মনে রাখতে হবে, এটা পেশা নয়, সেবা। আমরা পুলিশ বাহিনীর জন্য সৎ, দেশপ্রেমিক ও সাহসী লোক খুঁজছি। যাদের মধ্যে এই ৩টি গুণ ও সেবার মনোভাব থাকবে, তারাই পুলিশে আসবে।’

পুলিশ সদস্যদের অপরাধে না জড়ানোর পরামর্শ দিয়ে বেনজীর বলেন, ‘২০৪১ সালে আমরা ধনী রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছি। সেই রাষ্ট্রের জন্য পুলিশকেও প্রস্তুত হতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আমরা ইতিমধ্যে স্ট্র‍্যাটেজিক প্ল্যান করছি।

‘আমরা চাই না পুলিশের কোনো সদস্য অপকর্মে লিপ্ত হোক। পুলিশের কোনো পর্যায়ের কোনো সদস্য যদি অপকর্মে লিপ্ত হয়, পুলিশ বাহিনীর জন্য অসম্মান বয়ে আনে, শরীরের কোনো অংশে পচন ধরলে যেমন কেটে ফেলা হয়, একইভাবে আমরা তাদের পরিত্যাগ করব।’

তিনি বলেন, ‘আমরা কোনো অপকর্ম-অন্যায়ের মাধ্যমে সংবাদ হতে চাই না। আমাদের ভালো কাজের মাধ্যমে সংবাদের বিষয়বস্তু হতে হবে।’

এর আগে আইজিপি ২০২০ ও ২০২১ সালে বিভিন্ন অভিযানে মাদক, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালানের মাল উদ্ধারে শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ বিভাগের আরো খবর