নাটোরের সিংড়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল আহমেদ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাঁতমানিক গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম জানান, সিংড়া দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসায় ভাতিজাকে রেখে রাসেল আহমেদ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাঁশের ব্রিজ এলাকায় বগুড়া থেকে নাটোরগামী বসুন্ধরা বাস বাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা রাসেলের মরদেহ নিয়ে চলে যান। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
ওসি আরও জানান, নিহত রাসেল পেশায় পল্লি চিকিৎসক ছিলেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের সংগঠন রনবাঘা ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ছিলেন।