গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে গোপালগঞ্জ-বরিশাল সড়কে রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
২৪ বছর বয়সী নিহত হোসেন সিকদারের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে। তিনি তার গ্রামে মোটরসাইকেলের গ্যারেজে কাজ করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোসেন যশোর থেকে মোটরসাইকেলের পার্টস কিনে আগৈলঝাড়া ফিরছিলেন। কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে বরিশাল থেকে মোংলাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই হোসেনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় রেখেছে।
স্বজনরা আসার পর ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান ওসি জিল্লুর।