নারায়ণগঞ্জের ফতুল্লায় বহুতল ভবনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক যুবক দগ্ধ হয়েছেন।উপজেলার মাসদাইর এলাকার এএস টাওয়ারে রোববার রাত ১১টার দিকে আগুনের ঘটনা ঘটে।
দগ্ধ ৩৫ বছরের মোস্তফা কামাল এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা প্রহরী৷
বর্তমানে তিনি শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন৷
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়ার সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, ১০ তলা ভবনের নিচতলায় পুরো ভবনের গ্যাসসিলিন্ডার রাখা হয়েছে। এখান থেকেই পাইপের মাধ্যমে প্রতিটি তলায় গ্যাস সরবরাহ দেয়া হয়েছে।
নিচতলায় ছোট একটি কক্ষে থাকতেন মোস্তফা কামাল। রাতে কাজ শেষে কক্ষে ফিরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় তিনি দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন৷তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপে লিকেজ ছিল। রুমের দরজা জানালা বন্ধ থাকায় চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় ভবনের ৭ তলা পর্যন্ত জানালার কাচ ভেঙে পড়েছে। ঘটনার তদন্ত করে আরও বিস্তারিত জানা যাবে।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন নিউজবাংলাকে বলেন, ‘মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২ ইউনিট গিয়ে আগুন নেভায়। আগুনে একজন দগ্ধ হয়েছেন৷’