বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২২ ০৯:৩০

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, হাজির মোড়ে রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের আলিনগরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ভটভটির চালকসহ তিনজন নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রেলপথের আলিনগর হাজির মোড় এলাকায় সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ভুতপুকুর এলাকার ৫৫ বছরের ফুলচান, ৪৫ বছরের শেহের আলী ও ভটভটির চালক আমনুরা এলাকার নাইমুল ইসলাম।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ।

নিহত ফুলচানের ছোটভাই আব্দুল মজিদ জানান, আমনুরা এলাকায় পুকুরে মাছ ধরে সেগুলো ভটভটিতে করে বাজারে দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। বাড়ির পাশের রেলক্রসিং পার হওয়ার সময় ভটভটিতে ট্রেনের ধাক্কা লাগে।

স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী মেইল কমিউটার ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর হাজির মোড় এলাকায় পৌঁছালে ট্রেনটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, হাজির মোড়ে রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিভাগের আরো খবর