রাজধানীর হাতিরঝিলসংলগ্ন রামপুরা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) একটি পাওয়ার হাউসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১ ঘণ্টা ১০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সোমবার সকাল ৭টা ২০ মিনিটে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের পাওয়ার হাউসে আগুন লাগার খবর আসে। ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়। পরে আরও চারটি ইউনিট বাড়ানো হয়।
অগ্নি নির্বাপণে নেতৃত্ব দেয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, চার তলা ভবনের নিচ তলায় আগুন লেগেছে। সকাল ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয় সাড়ে ৮টায়। কোনো হতাহত নেই।