বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জন্মদিনে ‘বন্ধুদের দেয়া জুস খেয়ে’ কিশোরীর মৃত্যু

  •    
  • ২৩ জানুয়ারি, ২০২২ ১৬:২২

মোমোর মৃত্যুর জন্য তার বন্ধুদের দিকে আঙুল তুলছেন স্বজনরা। তাদের দাবি, শুক্রবার জন্মদিনে বন্ধুদের দেয়া জুস খেয়ে মোমোর বমি শুরু হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর রোববার ভোরের দিকে চিকিৎসকরা মোমোকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কামরাঙ্গীরচরে বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপনের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরিয়ম আক্তার সুইটি ওরফে মোমো নামে এক কিশোরী। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

মোমোর মৃত্যুর জন্য তার বন্ধুদের দিকে আঙুল তুলছেন স্বজনরা। তাদের দাবি, শুক্রবার জন্মদিনে বন্ধুদের দেয়া জুস খেয়ে মোমোর বমি শুরু হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর রোববার ভোরের দিকে চিকিৎসকরা মোমোকে মৃত ঘোষণা করেন।

নিহত ১৫ বছর বয়সী মোমো তার মা-বাবার একমাত্র মেয়ে ছিল। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গ্রামে। তিনি কামরাঙ্গীরচর মডার্ন উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের সঙ্গে থাকতেন ওই এলাকার মুসলিমবাগ ১ নম্বর গলির একটি বাসায়।

ওই কিশোরীর মা পারভীন বেগম জানান, শুক্রবার মোমোর ১৫তম জন্মদিন ছিল। এদিন ওই এলাকারই কয়েকজন বন্ধুবান্ধব ফোনে একজনের বাসায় দাওয়াতের কথা বলে তাকে বাসা থেকে নিয়ে যায়।

‘সেখানে খাওয়া-দাওয়া শেষে মোমোকে জুস খাওয়ানো হয়, পরে অসুস্থ হয়ে পড়লে বিকেল ৪টার দিকে তারা ওকে বাসায় পৌঁছে দেয়। বাসায় আসার পর বমি হতে থাকে। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর চিকিৎসক মোমোকে মৃত বলে জানান’- কাঁদতে কাঁদতে বলেন পারভীন।

এ ঘটনার বিচার চেয়ে তিনি বলেন, ‘আমার স্বামী একজন বুদ্ধিপ্রতিবন্ধী। সে কোনো কাজ করতে পারে না, আমি নিজে বাসা বাড়িতে কাজ করে মেয়েটাকে ভালো একটা স্কুলে লেখাপড়া করাইতেছিলাম। একমাত্র মেয়ে, তারা আমার মেয়েকে নিয়ে এই সর্বনাশ করল। আমি এটার অবশ্যই বিচার চাই।’

এ ঘটনায় তিনজনকে আটক করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। আটককৃতরা হলেন হানিফ, শিপন, ব্রেন কালু ওরফে কালু দেওয়ান। আল আমিন নামে আরও একজন পলাতক রয়েছেন।

ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্পের (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মোমোর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর