ময়মনসিংহের ফুলপুরে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজ সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর সড়কের পাশে পুকুর থেকে রোববার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ৫০ বছর বয়সী মজিদা বেগম একই উপজেলার ভাইটকান্দি উত্তরপাড়া এলাকার আলাল উদ্দিন ফকিরের স্ত্রী।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন মাজিদা বেগম। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোথাও তাকে পায়নি। রোববার সকালে হোসেনপুর ডিগ্রি কলেজের পুকুরের পাশ দিয়ে কয়েকজন স্থানীয় লোক হেঁটে যাচ্ছিল। এ সময় পুকুরে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসতে দেখেন তারা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।’
ওসি বলেন, ‘নিহতের পরিবারের লোকজন বলছে, মাজিদা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’