চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্রার দুজন চালক ও যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
রানিহাটি বাজার এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাহিন্দ্রার চালক শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের মোহাম্মদ হানিফ ও বিশ্বনাথপুর গ্রামের জয়দেব সাহা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, রোববার সকাল ১০টার দিকে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরগামী মাহিন্দ্রাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সোনা মসজিদ স্থলবন্দরগামী ট্রাক ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রা দুমড়েমুচড়ে ঘটনাস্থলে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।
গুরুতর আহত হন জয়দেবের মা চন্দরানী সাহা, নূর আলম, নাজির হোসেইন ও জিয়াউর রহমান। স্থানীয়রা তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা নূরুন্নাহার নাসু জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘পুলিশ ট্রাকটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।’