বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

  •    
  • ২৩ জানুয়ারি, ২০২২ ১৩:০৬

ওসি বলেন, ‘ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে মামলা করেছেন। ভোররাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হয়েছে। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

মাদারীপুরের শিবচরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামি নাহিদ শেখকে রোববার বেলা ১১টার দিকে মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন আদালতে তোলা হয়েছে। তাকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন।

তিনি বলেন, এ দিন সকালে শারীরিক পরীক্ষার জন্য ওই ছাত্রীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এজাহারে বলা হয়, শিবচর উপজেলার ওই ছাত্রী শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিল। বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নেন নাহিদ শেখ ও আল-আমিন হাওলাদার। পরে একটি কলাবাগানে নিয়ে নাহিদ তাকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যান।

মেয়েটির পরিবার শনিবার রাতে শিবচর থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নেয়। এরপর অভিযান চালিয়ে নাহিদ শেখকে গ্রেপ্তার করে। তবে কোন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা পরিষ্কার করেনি পুলিশ।

মামলার আসামি আল আমিন পলাতক আছেন। অন্য আসামির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নাহিদ শেখ বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি গ্রামের বাসিন্দা। পলাতক আল আমিন হাওলাদার একই গ্রামের।

ওসি বলেন, ‘ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে মামলা করেছেন। ভোররাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হয়েছে। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এ বিভাগের আরো খবর