সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের চড়াও হওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রাজধানীর হেয়ার রোডে শনিবার রাতে মন্ত্রীর বাসায় শাবি শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘শাবিতে পুলিশি আচরণ (অ্যাকশন) দুঃখজনক। কিন্তু শিক্ষকদেরও লাঞ্ছিত করা হয়েছে। দুটোই অনভিপ্রেত।
তিনি বলেন, ‘আমরা তো ক্যাম্পাসে ছিলাম না। কাজেই কোন ঘটনার পরে ক্যাম্পাসে কোন ঘটনা ঘটেছে, কীভাবে ঘটেছে, সেটা যারা প্রত্যক্ষদর্শী, সেসব শিক্ষকদের কাছ থেকে শুনেছি। সব কিছু শুনে আমাদের মনে হয়েছে আলাপ আলোচনা প্রয়োজন।
‘পুলিশি অ্যাকশনে শিক্ষক শিক্ষার্থী অনেকে আহত হয়েছেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। এর কোনটিই তো গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের কোনো যৌক্তিক দাবি থাকলেও তা আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।’
দীপু মনি বলেন, ‘আলোচনার ফলাফল এটাই, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আমাদের দ্বার সব সময় উন্মুক্ত। আমরা মনে করি আলোচনাই একমাত্র সমস্যা সমাধানের উপায়। আমরা শিক্ষার্থীদের বলবো শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা তাদের সন্তানতুল্য।
‘শিক্ষকদের কাছ থেকে কোনো অনভিপ্রেত আচরণ আমরা চাই না। শিক্ষার্থীদের কাছ থেকেও অনেক আচরণ আমাদের কাছে কাঙ্খিত নয়। এই কয়েকদিনে এমন অনেক ঘটনাই ঘটে গেছে যার কোনটিই না ঘটলে হয়তো ভালো হতো।’তিনি বলেন, ‘আমাদের শিক্ষাঙ্গন গত বেশ কয়েকটা বছর যেভাবে শান্তিপূর্ণভাবে চলে আসছে সেভাবে চলুক। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে এক সময়ে আমরা হয়তো অনেক অস্থীতিশীলতা দেখেছি কিন্তু গত চার বছর খুব ভালো ভাবে চলেছে। এ কারণে উপাচার্য মহোদয় দ্বিতীয়বারের মতো দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।’
শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনাকে অনভিপ্রেত জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, প্রথমে একটি অসন্তোষের ঘটনা তারপর এর মধ্যে একটি পুলিশি অ্যাকশনের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু শিক্ষক-শিক্ষার্থী অনেকেই আহত হয়েছেন কমবেশি। আর সেটাও নিশ্চই আমরা এ ধরনের অ্যাকশন চাই না। তারাও কোন পরিপ্রেক্ষিতে কেন অ্যাকশনে গিয়েছেন এগুলোও নিশ্চই খতিয়ে দেখা দরকার।’
তিনি বলেন, ‘সেখানকার শিক্ষকদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, শিক্ষকরাও তো গত কয়েকদিন বারবার শিক্ষার্থীদের কাছে গিয়েছেন। কিন্তু তাদের কাছে মনে হয়েছে তারা কথা বলতে পারছেন না।
‘আমরা চাই তারা অনশন প্রত্যাহার করুক। প্রত্যাহার করে আমাদের সঙ্গে আলোচনায় বসুক। বা যদি এই অনশনরত অবস্থায় আলোচনা করতে চায় তাও করব। কিন্তু যে কোনো সমস্যারই সমাধান আলোচনা।’
শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় কোনো পক্ষ ইন্ধন দিচ্ছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের কাছে আলাপ আলোচনায় মনে হয়েছে, এখানে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও আরও কেউ জড়িত আছেন কি না। আমরা খুব স্পষ্ট করে হয়তো বুঝতে পারিনি বা বলতে পারছি না। এখানে আর কারও ইন্ধন আছে কি না আমরা জানি না।’
গত ১৩ ফেব্রুয়ারি রাতে শাবির বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন ওই হলের ছাত্রীরা। পরে উপাচার্যের দাবি মেনে নেয়ার আশ্বাসে হলে ফেরেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য তাদের দাবি না মেনে সময়ক্ষেপণের চেষ্টা করেন। পরে সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেন।
এই সময়ের মধ্যে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে। একপর্যায়ে পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। যদিও পুলিশ ৩০০ জনকে অজ্ঞাত দেখিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে।
এমন পরিস্থিতিতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আমরণ অনশন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।