আবাসিক হল চালু রেখে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় শনিবার বেলা ১১টায় এ সিদ্ধান্ত হয়।
এ সময় ঘোষিত ও চলমান সেমিস্টার, বর্ষ ফাইনাল এবং ল্যাব পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষা কার্যক্রম চালু রাখার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে হবে। তবে ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল, ল্যাব পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীরে হবে।
সভায় জানানো হয়, মিডটার্ম পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে হবে। পরে মিডটার্মের বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নেবে।
এ ছাড়া আবাসিক হল খোলা থাকবে। পরীক্ষার রুটিন অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবাও চালু থাকবে। প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে জানিয়ে দেয়া হবে।
সরকারি প্রজ্ঞাপন ও শিক্ষার্থীদের সমস্যাগুলো মাথায় রেখে অ্যাকাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব সিদ্ধান্ত নেয়।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় সরকার। এদিন সংক্রমণ রোধে পাঁচটি জরুরি নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।