ভাড়া নিয়ে তর্কের জেরে ইরফান নামে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগে হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ২০ ফেব্রুয়ারি ঠিক করেছে আদালত।
ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ন কবীর শুক্রবার মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করেন।
রাজধানীর নবাবপুরের ইলেকট্রনিকসের এক দোকানের কর্মী ইরফান কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে ডেমরা থেকে গ্রিনবাংলা বাসে ওঠেন। পথে ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে ওয়ারীর জয়কালী মন্দির মোড়ে আসার পর চলন্ত বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন ওই বাসের সহকারী। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। পরে তার পরিবার হত্যার অভিযোগে ওয়ারী থানায় মামলা করে।