ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ৫ ঘণ্টা যানজটে আটকে ভোগান্তি হয়েছে চালক-যাত্রীদের।
মহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা থেকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটারজুড়ে বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল এই জট।
পুলিশ জানায়, মহাসড়কের একাংশ বন্ধ করে বৃহস্পতিবার বিকেলে সড়ক ও জনপথ অধিদপ্তর রাস্তার মেরামত কাজ শুরু করেছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
তবে রাত সাড়ে ৮টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সরেজমিনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মহাসড়কের চান্দিনা অংশে দেখা যায়, একপাশ বন্ধ রেখে মেরামতকাজ চলছে। আরেক পাশে দুই দিকের গাড়ি চলাচল করছে। এতে গাড়িগুলোর গতি কমে যাওয়ায় চাপ বেড়েছে ওই সড়কে।
সড়কের নিমসারে আবার ট্রাক সড়ক বিভাজকে আটকা পড়ে থাকতে দেখা গেছে।
কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে বেলা সাড়ে ১১টার দিকে রওনা দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু। তিনি বলেন, ‘বেলা সাড়ে ১১টায় বের হয়েছি। এখনও (সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত) যানজটে আটকে আছি।’
ব্যাংকের নিয়োগ পরীক্ষা দিতে ঢাকায় যাচ্ছিলেন মামুন রনি। তিনি বলেন, ‘বিকেল ৩টায় কুমিল্লা থেকে রওনা দিয়েছি। সন্ধ্যা ৬টা বাজে, এখন পর্যন্ত চান্দিনায় আটকে আছি।’
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘বৃহস্পতিবার এ সময়ে যানবাহনের চাপ থাকে, তাই সওজকে আপাতত কাজ বন্ধ রাখতে বলেছি।’
তিনি জানান, রাত ৮টা থেকে যান চলাচল স্বাভাবিক হতে থাকে; ৯টা নাগাদ মহাসড়ক প্রায় স্বাভাবিক হয়ে গেছে।