করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী হাসান আরিফ। গত ৮ জানুয়ারি লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
রাজধানীর স্পেশালাইজড হসপিটালে প্রায় দুই মাস ধরে ভর্তি আছেন হাসান আরিফ।
হাসান আরিফের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার হাসপাতালে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তার চেক হাসান আরিফের বোন তুলির হাতে তুলে দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আবৃত্তিকার আহকাম উল্লাহ ও সাদিকুর রহমান পরাগ।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আশা প্রকাশ করে বলেন, ‘সকলের প্রিয় হাসান আরিফ শিগগিরই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।’
হাসান আরিফের শারীরিক অবস্থার কথা জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ নিউজবাংলাকে বলেন, ‘হাসান আরিফ এখনও লাইফ সাপোর্টে আছেন। অক্সিজেনের ওপর নির্ভরশীলতা অনেকটা কমে এসেছে। চিকিৎসকরা চেষ্টা করছেন এটা আরও কমিয়ে এনে লাইফ সাপোর্ট থেকে তাকে বের করে আনতে।’
চিকিৎসার জন্য হাসান আরিফকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান গোলাম কুদ্দুছ।
হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও দেশের সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি।