সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সাত আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ আবার পিছিয়েছে।
দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার অসুস্থতাসহ নানা কারণে এই মামলায় হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় চার্জ শুনানি সম্ভব হচ্ছে না বলে নিউজবাংলাকে জানান আসামি পক্ষের আইনজীবী জিয়া উদ্দিন জিয়া।
কেরানীগঞ্জে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক এ এস এম রুহুল ইমরানের আদালতে বৃহস্পতিবার মামলাটির চার্জ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তবে বরাবরের মতো প্রধান আসামি খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে না পারায় তা সম্ভব হয়নি।
প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় শুনানি পেছানোর আবেদন করেন মাসুদ আহম্মেদ তালুকদার। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির জন্য আগামী ৬ মার্চ নতুন তারিখ নির্ধারণ করে দেয়।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সে সময়ের সহকারী পরিচালক মো. নাজমুল আলম শাহবাগ থানায় এই মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে ১৩ জনকে। বিভিন্ন সময় ৬ আসামি মারা যান। বর্তমানে ৭ আসামি জীবিত থাকলেও তারা অনেকেই বার্ধক্যজনিত কারনে অসুস্থ আদালতে হাজির হতে পারেন না।
এ ছাড়া খালেদা জিয়ার দীর্ঘ অনুপস্থিতির কারণে মামলাটিতে তারিখের পর তারিখ পড়লেও বিচারের কোনো অগ্রগতি নেই।