নেত্রকোণায় দুর্গাপুরে পেলোডার উল্টে চালক নিহত হয়েছেন।
দুর্গাপুর সদর ইউনিয়নের ত্রিনালী এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর মাহবুব নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম খোকন মিয়া। ৩৫ বছর বয়সী খোকন একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। খোকন দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ১ নম্বর বালুমহালে পেলোডার দিয়ে কাজ করতেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বালু লোডের কাজের সময় একটি চাকা হঠাৎ বালির গর্তে পড়ে পেলোডারটি উল্টে যায়। তখন চালক খোকন মিয়া পেলোডারের নিচে চাপা পড়েন।
পরে বালুমহালের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মীর মাহবুব জানান, নিহতের স্বজনরা মরদেহ নিয়ে যাবার আবেদন করেছেন। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।