চট্টগ্রামে মাদক মামলায় রোহিঙ্গা যুবকের ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আসামি এখন পলাতক।
চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত বুধবার দুপুরে এ রায় দেয়।
সাজা পাওয়া আসামি হলেন সৈয়দ আলম। তিনি থাকতেন কক্সবাজারের টেকনাফের লেদা শরণার্থী ক্যাম্পে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবছার উদ্দিন রুবেল।
২০১৮ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় ১ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ সৈয়দ আলমকে আটক করে পুলিশ। তার নামে ওই থানায় মাদকের মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রোর উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা।
জামিনে বের হওয়ার পর থেকে আসামি পলাতক।