বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার মধ্য বিশারীঘাটা গ্রামের কৃষক আউয়াল হাওলাদারের নিজ বাড়ির বাগান থেকে তার ছেলে হাবিবুল্লাহ হাওলাদারের মরদেহ বুধবার সকালে উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তুহিন মণ্ডল।
পরিবারের বরাতে তিনি জানান, মঙ্গলবার সারা রাত খুঁজে হাবিবুল্লাহর কোনো সন্ধান পায়নি স্বজনরা। সকালে তাকে বাগানের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার গলায় চাদর প্যাঁচানো ছিল।
বাবা আউয়াল হাওলাদার বলেন, ‘আমার ছেলের কোনো শত্রু নেই। কিন্তু রাতে কেউ তাকে হত্যা করে বাগানে ফেলে গেছে। আমি এই হত্যার রহস্য উদ্ঘাটন ও সঠিক বিচার চাই।’
পুলিশ কর্মকর্তা তুহিন মণ্ডল বলেন, ‘হাবিবুল্লাহর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’